ব্যুরো রিপোর্ট: প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম দেখা যায়। তবে করোনার কারণে এবছর বিজ্ঞপ্তি দিয়ে মন্দির বন্ধ রাখার কথা জানাল মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি তারাপীঠের আশেপাশের হোটেলেও বন্ধ হয়েছে বুকিং।
৩ সেপ্টেম্বর, শুক্রবার থেকে আগামী ৮ সেপ্টেম্বর, বুধবার পর্যন্ত বন্ধ রাখা হবে মন্দির। করোনার কারণে আবারও যাতে আক্রান্তের সংখ্যা না বেড়ে যায় সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
অবশ্য মন্দির বন্ধ থাকলেও, মায়ের নিত্য পুজো করবেন সেবায়েতরা। এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেছেন,
‘প্রশাসনের সঙ্গে আলোচনার পর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জনসাধারণ মন্দিরে প্রবেশ করতে পারবেন না।’