অফলাইনেই হবে পরীক্ষা! দশম ও দ্বাদশ শ্রেনির টার্ম পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

অফলাইনেই হবে পরীক্ষা! দশম ও দ্বাদশ শ্রেনির টার্ম পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

ব্যুরো রিপোর্ট:  করোনা পরিস্থিতিতে সিবিএসই পরীক্ষা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ক্লাসের অন্যান্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই দেওয়া হয়েছে মূল পরীক্ষার নম্বর। এবার সেই সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেনির টার্ম পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হল।

এই পরীক্ষাও অফলাইনেই হবে বলে জানা গিয়েছে।আগামী ১৮ অক্টোবর প্রকাশ করা হবে পরীক্ষার দিনের তালিকা। বোর্ডের তরফে ঘোষণায় জানানো হয়েছে নভেম্বর-ডিসেম্বর মাসেই নেওয়া হবে সিবিএসই-র টার্ম ওয়ান পরীক্ষা।

এটি অবজেকটিভ টাইপ পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। পরীক্ষার সময় হবে ৯০ মিনিট।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ২০২২-এর মার্চ-এপ্রিল মাসে সিবিএসই-র দ্বিতীয় টার্মের পরীক্ষা হবে।

করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা অবজেকটিভ হবে নাকি সাবজেকটিভ হবে, তা জানানো হবে।সিবিএসই-র তরফে জানানো হয়েছে, অপেক্ষাকৃত হালকা বিষয়গুলির পরীক্ষা প্রথমের দিকে রাখা হচ্ছে।পরে হবে ভারী বিষয়গুলির পরীক্ষা।

জানানো হয়েছে যে পুরো পরীক্ষা শেষ হতে ৪০ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লাগবে।বর্তমান পরিস্থিতিতে বোর্ড গোটা শিক্ষাবর্ষকে মোট দুটি ভাগে ভাগ করেছে বোর্ড। প্রতিটি টার্মে সিলেবাসের ৫০ শতাংশ করে রাখা হচ্ছে।

গত জুলাই মাসেই বোর্ডের তরফে জানানো হয়েছিল যে, চলতি শিক্ষাবর্ষের অনুসারে যাতে যথাযথভাবে পরীক্ষা নেওয়া যায়, সে কথা মাথায় রেখেই এ ভাবে পরীক্ষা নেওয়া়পদ্ধতিতে কিছুটা বদল আনা হচ্ছে।

এদিকে টার্মের পরীক্ষা শেষ হওয়ার আগেই অবশ্য প্র্য়াকটিক্যাল পরীক্ষা শেষ করার চিন্তাভাবনা রয়েছে বোর্ডের। তবে তাৎপর্যপূর্ণভাবে বিষয়গুলিকে মেজর ও মাইনর হিসেবে ভাগ করা হয়েছে। পড়ুয়াদের সুবিধার জন্যই এই ব্যবস্থা করছে বোর্ড।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *