ব্যুরো রিপোর্ট: ট্রানস সাইবেরিয়ান রোড সি ড্রাইভ শুরু হচ্ছে 9 অক্টোবর থেকে ।তারই শুভ উদ্বোধনে দিন কলকাতায় করলেন কামারহাটির বিধায়ক ও তৃণমূল নেতা মদন মিত্র। এখানে উপস্থিত ছিলেন এই সংস্থার কর্ণধার দেবাঞ্জলি রায় ও কৌশিক রয়।
এর পাশাপাশি এদিন মদন মিত্র জানান এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন মুকুল রায়। তাঁকে দেখতে যাবেন তিনি। মুকুল রায় তাঁর ছোট ভাইয়ের মতো। তাঁকে তিনি স্নেহ করেন। আর এই সময়ে তিনি তাঁকে দেখতে যাবেন ।পাশাপাশি আরো কতগুলো প্রসঙ্গ উঠে আসে ।
সেই প্রশ্নের উত্তর দেন মদন মিত্র। তাঁকে প্রশ্ন করা হয় আইন মন্ত্রি মলয় ঘটক কে ইডি ডেকেছে সেই প্রশ্নের উত্তরে মদন মিত্র জানান চিদাম্বরম কেও ইডি ডেকেছিল।
তাতে কোন দোষ নেই। তবে এই প্রসঙ্গে তিনি নচিকেতার একটি গান মনে করিয়ে দিয়েছেন তিনি বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয় ।এই কথার মাধ্যমেই তিনি অনেক কিছু বুঝিয়ে দিতে চেয়েছেন ।
পাশাপাশি তিনি এও জানিয়েছেন তাকেও ইডি ডেকে পাঠিয়েছে এবং চার্জশিট তাঁর নামে পেশ করা হয়েছে। তিনি জানিয়েছেন সেটা কোন ব্যাপার নয় প্রতিদিন সকালে উঠে তিনি চিঠির জন্য অপেক্ষা করতেন।
চিঠি এসে গেছে তার মানে তিনি এখন ডিসচার্জ ।তবে সবার নামে চার্জশিট পেশ করা হল শুভেন্দু অধিকারী নামে কোন চার্জশিট পেশ করা হয়নি সে বিষয়ে ব্যঙ্গাত্মক মুলক কথাবার্তা বলেন এদিন মদন মিত্র ।
তিনি জানিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি আসলে বিজেপির ঘরের জামাই। তার নামে কখনো কোনো চার্জশিট পেশ করা সম্ভব নয় ।তাই তাকে বাদ দিয়ে সবার নামে চার্জশিট পেশ করা হয়েছে। তবে এরপরও তিনি লাভলী বলে সম্বোধন করেছেন।
অন্যদিকে রাজ্যপাল কেও এক হাত নিতেই ছাড়েননি মদন মিত্র। তিনি জানিয়েছেন গতকাল টুইট করে মদন মিত্র পুলিশ নিরাপত্তা নিয়ে টুইট করেছেন। সেখানেও মদন মিত্র জানিয়েছেন চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম।
আসলে রাজ্যপাল জাগদীপ ধনকার রাজ্যপাল না হয়ে তিনি টুইটার পাল বলেও মন্তব্য করেছেন মদন মিত্র। অন্যদিকে দীর্ঘদিন তিনি দিলীপ ঘোষ কে তীব্র ভৎসনা করেছেন। তিনি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কারখানার উদ্বোধন করে নি।
সেই প্রসঙ্গে মদন মিত্র জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেলা কারখানার উদ্বোধন করেছেন ।আসলে দীলিপবাবুর অবস্থা এখন খুব বাজে ।
তিনি তার অবস্থান সম্পর্কে সচেতন এবং বিজেপি থেকে যে অনেকেই অন্য দলে স্থান পরিবর্তন করবে এবং দীলিপবাবুর পায়ের তলায় মাটি থাকবে না সে ব্যাপারে একেবারে নিশ্চিত মদন মিত্র।