ব্যুরো রিপোর্ট: বৃহস্পতিবার সকালে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। পুজো দেওয়ার পর তিনি বলেন, ত্রিপুরা এবং আসামে শক্তিশালী সংগঠন তৈরি করবে তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার তৃণমূল নেত্রী সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক, পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল, জয়া দত্ত সহ আরও অনেকে। ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা অর্চনা শেষে শিব মন্দিরে গিয়েও পূজা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব।
এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী দিনে ত্রিপুরায় শক্তিশালী সংগঠন তৈরি করবে তৃণমূল কংগ্রেস। আসামেও শক্তিশালী সংগঠন ও জোরদার আন্দোলন মানুষের স্বার্থে চালাবে তৃণমূল কংগ্রেস।