গর্ভপাত আইন বদলে দিয়েছে মার্কিন সর্বোচ্চ আদালত, ‘দুঃখজনক ত্রুটি’ বললেন বাইডেন

গর্ভপাত আইন বদলে দিয়েছে মার্কিন সর্বোচ্চ আদালত, ‘দুঃখজনক ত্রুটি’ বললেন বাইডেন

ব্যুরো রিপোর্ট:  সালটা ছিল ১৯৭৩। আমেরিকার সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল, গর্ভপাত হল একজন মহিলার সাংবিধানিক অধিকার। এর পরে কেটে গিয়েছে ৫০ বছর। তার পর এবার সেই আইন বদলে দিল আমেরিকার সর্বোচ্চ আদালত।

১৯৭৩ সালে একটি মামলায় আমেরিকার সর্বোচ্চ আদালত জানিয়েছিল, একজন মহিলা গর্ভের ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে পারেন।

তবে মার্কিন সংবিধানে এই ধরনের কোনও অধিকারের কথা বলা হয়নি। গর্ভপাতের অধিকার নিষিদ্ধ করার ব্যাপারে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল রিপাবলিকানরা। ৫০ বছর পর শুক্রবার, ২৪ জুন মার্কিন সর্বোচ্চ আদালত মহিলাদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নিল।

সঙ্গে আদালত জানিয়েছিল, ‘সংবিধান কখনওই আমেরিকার মহিলাদের গর্ভপাতের অধিকার দেয়নি।’ তবে মার্কিন সর্বোচ্চ আদালতের এই রায়কে ‘দুঃখজনক ত্রুটি’ বলে জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন।

তিনি নেটমাধ্যমে লিখেছেন, ‘আদালত যা আগে কখনো করেনি তা করেছে: স্পষ্টভাবে বহু আমেরিকানদের জন্য একটি মৌলিক সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। এটি একটি কট্টর আদর্শের

উপলব্ধি এবং আমার দৃষ্টিতে সুপ্রিম কোর্টের একটি দুঃখজনক ত্রুটি।’সঙ্গে তিনি বলেছেন, ‘এটি একটি চরম এবং বিপজ্জনক পথ।” যদিও এই অন্দলনের কর্মীদেরকে “সব প্রতিবাদ শান্তিপূর্ণ রাখতে’ বলে জানিয়েছেন তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *