ব্যুরো রিপোর্ট: চিনের আগ্রাসনকে রুখতে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজ দিল আমেরিকা। পাশাপাশি তাদেরকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়েছে তারা।
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিটিং করেন। সেখানে চিনের আগ্রাসনের প্রসঙ্গ উঠে আসে। পাশপাশি তা রুখতে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়।
এর পরেই অস্ট্রেলিয়াকে আরও পারমাণবিক ডুবোজাহাজ তৈরিতে আমেরিকা এবং ব্রিটেন সাহায্য করবে বলে জানানো হয়।
বৈঠক শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পরিস্থিতি ক্রমেই আরও জটিল হচ্ছে।
এতে আমাদের সমস্যা হতে পারে। আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই সুরক্ষিত করতে হবে। তাই অন্য দেশের সাহায্য নেওয়া হচ্ছে।‘