ব্যুরো রিপোর্ট: গ্রামে তৈরি হয়েছে খরার পরিস্থিতি। এই অবস্থায় দরকার বৃষ্টির। সেই কারণে বৃষ্টির দেবতাকে খুসি করার জন্য ছ’জন কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘোরালেন গ্রামবাসীরা। তাঁদের বিশ্বাস এতে সন্তুষ্ট হবেন দেবতা।
এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলার বানিয়া গ্রামে।সূত্রের খবর, এই ঘটনাটি ঘটছে রবিবার। ইতিমধ্যে এই ঘটনায় দামো জেলার প্রশাসনের কাছে এই বিষয়ে রিপোর্ট চেয়েছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। দামোর পুলিশ সুপার জানিয়েছেন,
‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জোর করে ওই কিশোরীদের নগ্ন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।‘পাশাপাশি তিনি আরও বলেছেন, গ্রামবাসীদের মধ্যে ধর্মীয় বিশ্বাস রয়েছে।
সেই জন্য বৃষ্টির আশায় কিশোরীদের নগ্ন করে ভজন গাইতে গাইতে গ্রাম ঘোরানো হয়। এই বিষয় নিয়ে দামোর জেলাশাসক জানিয়েছেন, সেখানকার মানুষদের মধ্যে এই সব বিষয় নিয়ে সচেতনতা গড়ে তোলা হবে।