ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠন হবে রাজ্যে, পানাগড় থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠন হবে রাজ্যে, পানাগড় থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্যুরো রিপোর্ট:  ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠন হবে রাজ্যে। বুধবার পানাগড়ে গিয়ে এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যে একগুচ্ছ বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার পানাগড়ের ইন্ডাস্ট্রিয়াল হাবে একটি পলিফিল্ম কারখানার শিলান্যাসের অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল বোর্ড গঠনের কথা ঘোষণা করেন তিনি। মমতা আরও জানান, এই বোর্ডের চেয়ারম্যান তিনি নিজেই হবেন।

এছাড়া তিনি বলেছেন, ‘এখন আমার ডেস্টিনেশন শিল্প। সামাজিক কর্মসূচিতে এখন আমরা এক নম্বর। এখন আমার নজর শিল্প-কারখানায়। দেউচায় বিশ্বের দ্বিতীয় সব থেকে বৃহত্তম কয়লা খাদান তৈরি করছি। তা থেকে সুবিধা পাবে পুরুলিয়া, হুগলি, বর্ধমান।

তাজপুর পোর্টও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। ডেডিকেটেড ফ্রেট করিডোর করেছিলাম আমি রেলমন্ত্রী থাকা কালীন। জঙ্গলমহল সুন্দরী প্রকল্পে বিনিয়োগ হচ্ছে ৭২ হাজার কোটি টাকা।

তাতে কর্মসংস্থান হবে লক্ষ লক্ষ মানুষের। পানাগড় বাদে ৮ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ হবে, তাতে কর্মসংস্থান হবে ২৫ হাজার জনের।‘ইথানলের মতো জৈব জ্বালানি বাংলায় তৈরি হবে বলেও জানিয়েছেন মমতা।

এর ফলে ৪৮ হাজারের বেশি মানুষ কাজ পাবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া মমতা বলেছেন, ‘রাজ্যে দেড় হাজার কোটির বিনিয়োগ আসবে। দেড় হাজারের বেশি আইটি সংস্থা বাংলায় কাজ করে। এখন আমাদের লক্ষ্য ডেটা স্টোরেজ।

নতুন ডেটা ইন্ডাস্ট্রি নীতিতে রাজ্যের নতুন লক্ষ্য তথ্য ব্যবস্থাপনা এবং সংগ্রহের হাব হিসেবে বাংলাকে গড়ে তোলা। শুধু পূর্ব ভারত নয়, বাংলাদেশ, নেপাল, ভুটানের প্রয়োজন মেটাবে এটি।

আগামী পাঁচ বছরে বাংলায় ৪০০ মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হবে।‘   রাজ্যে এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও ১৩ লক্ষ টাকার বিনিয়োগ আসার প্রস্তাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বাংলায় আরও একটি জায়গায় মিলেছে তেল। এখনই আমি জানাচ্ছি না সেটা কোথায়। এখনও পরীক্ষা চলছে। হলদিয়া দিয়ে তেল যেতে পারে বহু জায়গায়।

বানতলায় চামড়ার কারখানাগুলিতে পাঁচ লক্ষ কর্মসংস্থান হয়েছে। অতিমারীতেও ৪০ শতাংশ কর্মসংস্থান বাড়িয়েছি। এমএসএমই-তে মোট ১ কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে।‘

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *