ব্যুরো রিপোর্ট: দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চাকা ফেটে হঠাৎ করেই আটকে পড়ল একটি যাত্রীবাহী বিমান। শনিবার দমদম বিমানবন্দরের ট্যাক্সি বে-তে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তবে জানা গিয়েছে এই ঘটনার জেরে কোন যাত্রী বা বিমানকর্মীদের ক্ষতি হয়নি।
শনিবার এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানে পুশব্যাকের পর রানওয়েতে চলার সময় চালকরা যান্ত্রিক ত্রুটি খুঁজে পান। দেরি না করে বিমানটিকে ফের টার্মিনালে ফেরানোর অনুমতি চেয়ে নিয়েছিলেন তারা । কিন্তু ATC-র অনুমতি নিয়ে টার্মিনালে ফেরার সময় বিমানের একটি চাকার টায়ার ফেটে যায় । সেখানেই হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে বিমানটি।