ব্যুরো রিপোর্ট: আত্মহত্যা করছেন স্ত্রী। তাঁকে তা থেকে বিরত না করে নিজের স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, স্ত্রীর আত্মহত্যার ভিডিও করারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার আত্মাকুর শহরে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।নেটমাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, কোদাম্মা(৩১) নামে এক মহিলা সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে আত্মহত্যার চেষ্টা করছেন।
সেই সময় স্ত্রীকে না আটকে তাঁকে আত্মহত্যার কাজ চালিয়ে যেতে বলছেন স্বামী পেঞ্চালাইয়া। অভিযোগ, স্ত্রীর শেষ পরিণতি পর্যন্ত তাঁকে আটকানি ওই মহিলার স্বামী।
শুধু তাই নয় স্ত্রীর আত্মহত্যার ভিডিও শ্বশুর বাড়িতেও ওই ব্যক্তি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে বিয়ে হয় ওই দম্পত্তির। তাঁদের দুই সন্তানও রয়েছে।
পুলিশ সূত্রে খবর, স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ হওয়ায় তাঁর উপর অত্যাচার চালায় পেঞ্চালাইয়া। তা না সহ্য করতে পেরেই আত্মহত্যা করেন কোদাম্মা । আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় ওই মহিলার স্বামীর বিরুদ্ধে মামালা রুজু করে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।