ব্যুরো রিপোর্ট: হাসপাতালে নিজের বেডে শুয়েছিলেন এক মহিলা। চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন তিনি। সেই সময় পিপিই কিট পড়ে ওই ওই মহিলাকে দেখার জন্য ঘরের ভিতরে ঢুকলেন একজন ডাক্তার।
আর সেই সময় হল বিপত্তি। আধো আছন্ন ঘুম অবস্থায় পিপিই কিট পড়া ডাক্তারকে দেখে চিৎকার করে ওঠেন মহিলা। এমন ভাবে তিনি চেঁচিয়ে ওঠেন যেন চোখের সামনে ভূত দেখেছেন তিনি।
তাঁর এই চিৎকার শুনে পাশে থাকার অন্য রোগীও ভয়ে নিজের বেডে উঠে বসেন। এমনকি মহিলার আওয়াজ শুনে অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও কেবিনে হাজির হন।
অবশেষে ডাক্তার ওই মহিলাকে বোঝাতে সক্ষম হন যে তিনি ভূত নন। বিষয়টি বোঝার পরেই সবাইকে হেসে লুটোপুটি খেতে দেখা যায়।