ব্যুরো রিপোর্ট: সাপ বাড়িতে ঢুকলেই আমরা চিৎকার-চেঁচামেচি শুরু করি বা কারোর মুখ থেকে তা শুনতে পাই। কেউ কেউ আবার ওই সাপটিকে মেরে ফেলতে উদ্যত হন।
তবে, ঘরে ঢোকা সাপের সঙ্গে এক মহিলা যা ব্যবহার করলেন তা দেখে মুগ্ধ নেটাগরিকরা। অনেকে ওই মহিলার প্রশংসাও করেছেন।সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে এক মহিলাকে লাঠি দিয়ে একটি গোখরো সাপকে গেটের বাইরে ঠেলে দিতে দেখা গিয়েছে। যে সময় অনান্য মানুষরা চিৎকার করে থাকেন,
সেই সেসময় ওই মহিলা শান্ত গলায় বাড়ির বাইরে সাপটিকে চলে যাওয়ার উপদেশ দিতে থাকেন। শেষে গোখরোটিকে দুধ খাওয়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।
জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাতুরে। একটি সাপের প্রতি ওই মহিলার এমন ব্যবহার মন জিতে নিয়েছে নেটাগরিকদের। ওই মহিলার প্রশংসাও করেছেন অনেকে।