পুজোর পর একদিন অন্তর স্কুল খোলার ভাবনা রয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

পুজোর পর একদিন অন্তর স্কুল খোলার ভাবনা রয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

ব্যুরো রিপোর্ট: কোভিডের থার্ড ওয়েভ নিয়ে আজ নবান্নে অভিজিত বিনায়ক বন্দ্যপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে কোভিড টিকা বন্টন নিয়ে কেন্দ্রকে এক হাত নেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন ‘‘টিকা না থাকলে একসঙ্গে ১০ হাজার লোক এলে কী ভাবে টিকা দেব? পরপর সবাই পাবে। যে রকম টিকা পাব, তেমন দেব।’’ মমতার অভিযোগ, ‘‘গুজরাতে জনসংখ্যা বাংলার প্রায় অর্ধেক, অথচ ওরা বেশি টিকা পেয়েছে।

সব রাজ্য টিকা পাক, কিন্তু যেন কোনও বৈষম্য না হয়। বাংলা সীমান্তবর্তী রাজ্য, তাই গুরুত্ব দেওয়া হোক।’’ এই প্রসঙ্গে অভিজিত বিনায়ক বন্দ্যপাধ্যায় বলেন ‘‘প্রতিশ্রুতিমতো টিকার পরিমাণ জোগাতে পারছে না কেন্দ্র। পর্যাপ্ত টিকা নেই দেশে।

’’পুজোর পর একদিন অন্তর স্কুল খোলার ভাবনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । পুজোর পর কোন শ্রেণির পঠনপাঠন এক দিন অন্তর শুরু করার কথা ভাবছেন? প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানালেন, পুজোর ছুটির পর স্কুল খোলার বিষয়টি এখনও ভাবনা চিন্তার স্তরে।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘শিশু ভূমিষ্ঠই হল না আপনারা অন্নপ্রাশনের কথা ভাবতে শুরু করেছেন।’’ এরপর আবার কোভিডের তৃতীয় তরঙ্গ নিয়ে অভিজিত বিনায়ক বন্দ্যপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন ,

‘‘তৃতীয় তরঙ্গ নিয়ে অনেক কাজ হয়েছে। প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে পর্যাপ্ত অক্সিজেনও রয়েছে। মানুষকে সচেতন করতে হবে।

যাতে শরীর খারাপ হলেই আগে থেকে চিকিৎসা শুরু করেন তাঁরা। পরীক্ষার ব্যবস্থা আছে। গ্রামে গ্রামে আশা কর্মী, চিকিৎসকরা রয়েছেন। সামান্য অসুস্থ বোধ করলেই চিকিৎসকের পরামর্শ নিন। অসুখ বাড়লে হাসপাতালে গেলে তখন সামলানো সমস্যা হতে পারে।’’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *