মমতার পর আর দ্বিতীয় কেউ নেইঃ শিখা মিত্র

মমতার পর আর দ্বিতীয় কেউ নেইঃ শিখা মিত্র

ব্যুরো রিপোর্ট:  জল্পনার অবসান ঘটিয়ে অবেশেষে কংগ্রেস ছেড়ে তৃণমূলেই যোগ দিলেন প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। রবিবার দুপুরে তৃণমূল ভবনে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন শিখা মিত্র।

তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, ‘মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাজে অনুপ্রাণিত হয়েই আমি তৃণমূলে আসার সিদ্ধান্ত নিলাম।‘ তাঁর দাবি, মমতার পর আর দ্বিতীয় কেউ নেই।তৃণমূলের সঙ্গে শিখা মিত্রর যোগ নতুন নয়।

স্বামী সোমেন মিত্র ইন্দিরা গান্ধীর দলের একান্ত অনুগত সদস্য হয়ে জীবন কাটালেও, শিখাদেবী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীই ছিলেন। মাঝে ৬ বছর দলের সঙ্গে মতানৈক্যের জেরে দূরত্ব বেড়েছিল।

তারপর নিজেই খানিকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন শিখা দেবী। রাজনীতির জগতের সঙ্গে নিজেই সম্পর্ক গি=উটিয়ে নেন। তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফোন করেন শিখাদেবীকে।

দলের ‘বঙ্গ জননী বাহিনী’র কথা উল্লেখ করে তাঁকে দলে যোগদানের আমন্ত্রণ জানান। মহিলাদের জন্য তৈরি বাহিনীতে শিখাদেবীর গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে, এ কথাও তিনি জানান সোমেনপত্নী শিখা কে। তারপরও অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিখাদেবী খানিকটা সময় নেন। তারপর আজ রবিবার যোগ দেন দলে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *