ব্যুরো রিপোর্ট: কাবুল দখল করেছে তালিবান। কিন্তু, কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতের পঞ্জশিরে থাবা বসাতে পারেনি তারা। ইতিমধ্যে তালিবানের বিরুদ্ধে লড়তে সেখানে একটি জোট তৈরি হয়েছে। সংবাদ সংস্থার দাবি,
এই লড়াইয়ে ইতিমধ্যে মৃত্যু হয়ে ১৩ জন তালিব যোদ্ধার। ধ্বংস করে দেওয়া হয়েছে তালিবানের একাধিক ট্যাঙ্কও। বৃহস্পতিবারও তালিবান এবং উত্তরের এই জোটের মধ্যে লড়াইয়ের খবর সামনে এসেছে। এই বিষয়ে এক তালিব শীর্ষ নেতা নেট্মাধ্যমে জানিয়েছেন, উত্তরের ওই জোটের সঙ্গে তালিব যোদ্ধাদের লড়াই চলছে।
পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, তালিবানদের একাধিক ঘাঁটি দখল করেছে উত্তরের এই জোট বাহিনী।তালিবান পঞ্জশির দখলের কথা বললেও, তা এখনও দখল করতে পারেনি তারা।
তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে উত্তরের এই জোট। সূত্রের খবর, আগস্ট মাস থেকে এই উপত্যকায় জড়ো হতে শুরু করেছে তালিবান বিরোধী একাধিক গোষ্ঠী। তারাই তালিব যোদ্ধারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।