ব্যুরো রিপোর্ট: শনিবার ভোররাতে বাংলাদেশের পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের প্রকাণ্ড এই কাতলাটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে।
এদিন দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল সংলগ্ন বাজারে নিলামে ওঠে মাছটি। তারপরেই মাছ কিনতে হুড়োহুড়ি পড়ে যায় বাজারে। স্থানীয় এক ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার 8০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার 8০০ টাকায় মাছটি কিনে নেন।
শনিবার ভোররাতে তাঁদের জালে ওই বৃহৎ আকারের কাতলা মাছ ধরা পড়ে। তারপর এই মাছটিকে দৌলতিয়া ফেরিঘাট টার্মিনাল সংলগ্ন বাজারে নিলামে তোলা হয়।
সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন ওই মাছ আড়তের মালিক চান্দু। তিনি আশা করছেন প্রতি কেজি কমপক্ষে দেড় হাজার টাকায় বিক্রি করতে পারবেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা ওই মাছ কিনতে আসছেন।