ব্যুরো রিপোর্ট: টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ বলে ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস গেইল।
ম্যাচ শেষে দর্শকদের ধন্যবাদ এবং গ্লাভসও দিতে দেখা যায় ‘ইউনিভার্সল বস’-কে। তবে নিজের অবসরের সব জল্পনা নাকচ করলেন তিনি।
গেইল আইসিসি-কে বলেছেন, ‘বেশ মজা হল আজকে। বাকি সব কিছু বাদ দিন। আমি ভক্তদের সঙ্গে কথা বলছিলাম। এটাই বিশ্বকাপে আমার শেষ ম্যাচ নয়।
আমি আরও একটা বিশ্বকাপ খেলতেই পারি। কিন্তু আমার মনে হয় না সেটা হবে। আমি অবসর ঘোষণা করিনি। জামাইকাতে ঘরের মাঠে একটা ম্যাচ খেলতে চাই, যাতে সেখানকার মানুষকে বলতে পারি, ‘ধন্যবাদ তোমাদের সকলকে।’
প্রসঙ্গত, এর আগেও অবসরের কথা ঘোষণা করেছিলেন গেইল। অবশ্য তাঁকে আবার ফিরে আসতে দেখা যায়। ‘ইউনিভার্সল বস’-এর আন্তর্জাতিক ক্রিকেটে রান রয়েছে ১০ হাজারের বেশি।
হাজারের বেশি ছয় রয়েছে টি২০ ক্রিকেটে। শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১৪ সালে। একদিনের শেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালে।