ব্যুরো রিপোর্ট: এবার সর্বভারতীয় চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে রাজনীতির ছোঁয়া। ইউনিয়ন পাব্লিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় চাকরি প্রার্থীদের লিখতে বলা হল
শুধু ‘পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস’ নয়, ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং নয়াদিল্লিতে অক্সিজেনের সরবরাহের সমস্যা নিয়েও লিখতে বলা হয়েছে।
এই খবর সামনে আসতেই নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফে। এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা। রাজনীতি টেনে এনে পুরো ব্যবস্থাটাকেই নষ্ট করে দিচ্ছে বিজেপি।’
এই বিষয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘এই ঘটনা ভারতের ইতিহাসে নজিরবিহীন। কোনও রাজনীতির প্রশ্ন রাখা যায় না।
যেদিন থেকে দিল্লিতে এই সরকার ক্ষমতায় এসেছে, একের পর এক প্রতিষ্ঠানকে সংবিধানের আওতার বাইরে নিয়ে গিয়ে ব্যবহার করেছে। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় পরীক্ষাকে ব্যবহার করা হচ্ছে।’