ব্যুরো রিপোর্ট: ফের ভরাডুবি পরিস্থিতি গেরুয়া শিবিরের। বিজেপির ছেড়ে তৃনমূলে যোগ দেওয়া হাতছাড়া হতে চলেছে আরও একটি বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত। এবার হাওড়া জেলার উলুবেড়িয়ার বানিবন পঞ্চায়েত। ওই পঞ্চায়েতের বিজেপির পাঁচজন সদস্য যোগ দিলেন রাজ্যের শাসকদল তৃনমূলে।
একুশের নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই সংগঠন থেকে পঞ্চায়েত সবক্ষেত্রেই ভাঙন শুরু হয়েছে। একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হয়ে যাচ্ছে তাঁদের।
জেলা বিজেপি নেতৃত্বের দাবি, ভয় দেখিয়ে দলবদল করিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও তা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, হাওড়ার উলুবেড়িয়া মহকুমায় এই গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে চলছে বিজেপির।
কারণ পাঁচজন বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বানিবন পঞ্চায়েতে।উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাজির নেতৃত্বে বিজেপির পাঁচজন সদস্য ছাড়াও ফরওয়ার্ড ব্লকের একমাত্র পঞ্চায়েত সদস্যও তৃণমূল কংগ্রেসে যোগ দেন।