ব্যুরো রিপোর্ট: শহর কলকাতায় নতুন আধার কার্ড করা ও আধার কার্ড সংক্রান্ত যেকোন সমস্যার সমাধানে এবার- আধার সেভা কেন্দ্র শুরু করতে চলেছে কলকাতা পুরসভা।
কলকাতা পুরসভার সংলগ্ন রক্সি সিনেমা হলে এই “আধার সেভা কেন্দ্র” টি শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। আজ বিকেল চারটের সময়, এই আধার সেভা কেন্দ্র টির শুভ সূচনা করবেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডল এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড তৈরির জন্য একটি কিওস্ক ডেস্কের ও শুভসূচনা করবেন ফিরহাদ। এর ফলে আগামী দিনে শহর কলকাতার মানুষজন যারা আধার কার্ড ও স্বাস্থ্য সাথী সংক্রান্ত যে কোন পরিষেবা পেতেচান তারা,, এই রক্সি সিনেমা হলে আধার সেভা কেন্দ্র ও স্বাস্থ্য সাথী কি আজকে এসে যোগাযোগ করলেই দ্রুত সমাধান মিলবে।