ব্যুরো রিপোর্ট: ফের তৃণমূলের উপর হামলার ঘটনা ঘটল ত্রিপুরায়। এবার তৃণমূল নেত্রী দোলা সেন এবং অপরুপা পোদ্দারের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিজেপি দিকেই আঙুল তুলেছে বিজেপি। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
অভিযোগ, তৃণমূল নেত্রীদের গাড়িতে লাঠি, বাঁশ দিয়ে হামলা করে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এই হামলায় মাথা ফেটেছে দোলা সেনের ব্যাক্তিগত সচিবের। পাশাপাশি দোলা এবং অপরুপাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
এই বিষয়ে দোলা বলেছেন, আমাদের উপর রাস্তায় হটাৎ হামলা হয়। এই হামলায় গাড়ির কাচ ভেঙেছে। আমাকে এবং অপরুপাকে মারধর করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, পুলিশের সামনে হামলা হলেও, পুলিশ তা দাঁড়িয়ে দেখেছে। কোনও ব্যবস্থা নেয়নি।