ব্যুরো রিপোর্ট: শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। রাজ্যে হতে চলা উপনির্বাচনের আগে তৃণমূলের কাছে এটি একটা বড় চমক। অন্যদিকে বিজেপির কাছে যা রীতিমতো অবাক করা বিষয়।
যা নিয়ে একাধিক বিজেপি নেতাকে বলতে দেখা গিয়েছে। তবে উপনির্বাচনে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল শনিবার বাবুলকে নিয়ে কিছু বলেননি। তবে রবিবার তিনি বলেন, এটা বাবুলের ব্যক্তিগত সিদ্ধান্ত।
ভবানীপুরে এর জন্য কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি।পাশাপাশি বিজেপি প্রার্থী বলেছেন, বাবুল বোনের বিরুদ্ধে প্রচার করবে বলে মনে হয় না। আমিও ওনার জায়গায় থাকলে প্রচারে নামতে পারতাম না।
প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাবুল। তবে বিজেপি তারকা প্রচারকের তালিকায় তাঁর নাম থাকায় ক্ষোভ প্রকিয়াশ করেছিলেন বাবুল।
অবশ্য তিনি এখন যোগ দিয়েছেন তৃণমূলে। এখন দেখার বিষয় বাবুল মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামেন কি না। অবশ্য তিনি জানিয়েছেন দল নির্দেশ দিলেই তিনি প্রচারে নামবেন।