দুর্ঘটনা এড়াতে এবার মা উড়ালপুলে বসছে ফেন্সিং

দুর্ঘটনা এড়াতে এবার মা উড়ালপুলে বসছে ফেন্সিং

ব্যুরো রিপোর্ট:  মা উড়ালপুলে চিনা মাঞ্জার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনার খবর সামনে আসে। তবে এবার এই দুর্ঘটনা এড়াতে ফেন্সিং বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। এর জন্য বুধবার রাত থেকে আগামী ১৫ দিনের জন্য ছ’ঘণ্টা বন্ধ থাকবে উড়ালপুল। প্রশাসন সূত্রের খবর,

এই সময় রাত ১১টা থেকে ভোর পাঁচটা উড়ালপুলে গাড়ি চলাচল বন্ধ থাকবে।আপাতত সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসমুখী লেনের বাঁ দিকে ৯০০ মিটার জুড়ে ফেন্সিং দেওয়া হবে। পাশাপাশি রাস্তার দু’ধারে চার মিটার উচ্চতার বেষ্টনী থাকবে বলে জানিয়েছে কেএমডিএ।

পাশাপাশি মাঝের অংশে ৫ মিটার উচ্চতায় লোহার রড থাকবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, টেন্ডার ডেকে ফেন্সিংয়ের এই কাজ করা হচ্ছে। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কাজ।অবশ্য দুর্ঘটনা এড়ানোর জন্য আগে কার্বনেট চাদর দেওয়ার কথা প্রথমে ভাবা হয়েছিল।

কিন্তু ঝড়ের সময় তা উড়ে যাওয়ার আশঙ্কার কারণেই ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রথমে একদিকে ফেন্সিংয়ের কাজ হবে। তা শেষ হওয়ায় পর দ্বিতীয় টেন্ডার ডেকে আরেক দিকের ফেন্সিংয়ের কাজ করা হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *