এবার সংসদের বাইরেই নকল অধিবেশন ডাকতে চলেছে বিরোধীরা

এবার সংসদের বাইরেই নকল অধিবেশন ডাকতে চলেছে বিরোধীরা

ব্যুরো রিপোর্ট:  পেগাসাস ইস্যু নিয়ে রোজই উত্তাল হছে সংসদ। কিন্তু, তা স্বত্বেও এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও উত্তর দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধীরা। তবে কেন্দ্র উত্তর না দেওয়ায় এবার সংসদের বাইরে বিরোধীরা নকল অধিবেশন ডাকতে পারে বলে খবর।

মঙ্গলবার, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাসভবনে সকাল সাড়ে ন’টার সময় একটি বৈঠক ডাকা হয়। যেখানে উপস্থিত ছিলেন ১৪টি বিজেপি বিরোধী দল।

বিরোধীদের অভিযোগ, তথ্যপ্রমাণ থাকলেও তাঁদেরকে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। সেই কারণে সংবাদমাধ্যমের সামনে সংসদভবনের বাইরে এই নকল অধিবেশন ডাকা হতে পারে।    

অবশ্য সরকারের পাল্টা দাবি, ইচ্ছাকৃতভাবে সংদদে অচলাবস্থা তৈরি করেছে বিরোধীরা। যার জন্য করদাতাদের ১৩৩ কোটি টাকা ক্ষতি হয়েছে। তবে বিরোধীদের দাবি, সরকারকে প্রশ্ন করা গণতান্ত্রিক পরিকাঠামোর অংশ। কিন্তু সরকার তা মানছে না।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *