যারা চ্যালেঞ্জ করছে তাঁদেরকে জেলে পোরা হচ্ছে, ত্রিপুরায় পৌঁছে বললেন অভিষেক

যারা চ্যালেঞ্জ করছে তাঁদেরকে জেলে পোরা হচ্ছে, ত্রিপুরায় পৌঁছে বললেন অভিষেক

ব্যুরো রিপোর্ট:  ত্রিপুরায় পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই ১১ জন তৃণমূল কর্মী ও নেতাকে গ্রেফতারের বিরুদ্ধে বিপ্লব দেব-এর সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

ত্রিপুরায় পৌঁছে বিমানবন্দর থেকেই সাংবাদিকদের তিনি বলেন, ‘বিজেপি ত্রিপুরাকে নিজেদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে। বিপ্লব দেব ভাবছেন, তাঁর কাছ থেকে ভিসা নিয়ে তবেই রাজ্যে পা রাখতে পারবেন বিরোধীরা।

যাঁরা বড় বড় ভাষণ দেন, গণতন্ত্রের কথা বলেন, তাঁদের হাতে ত্রিপুরার গণতন্ত্রের কী অবস্থা, রাজ্যবাসী তা দেখছেন। যাঁরা এঁদের চ্যালেঞ্জ করছে, তাঁদের ধরে ধরে জেলে ঢোকানো হচ্ছে।’

পাশাপাশি তিনি জানিয়েছেন, শাসনের আইন চলছে ত্রিপুরায়। সমাজবিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেছেন, যারা চ্যালেঞ্জ করছেন তাঁদেরকে জেলে পোরা হচ্ছে। হামলাকারীদের না গ্রেফতার করে আক্রান্তদের গ্রেফতার করে জেলে ঢোকানো হচ্ছে।

তিন আরও বলেছেন, ‘বিরোধীদের রাস্তায় নামা, কথা বলা, রাজনৈতিক কর্মসূচি করার অধিকার নেই ত্রিপুরায়। ত্রিপুরায় ঢুকলেই পুলিশ দিয়ে গ্রেফতার করানো হচ্ছে। হুমকি দিয়ে, মানুষকে ধমক দিয়ে রাজ্যে ক্ষমতা দখল করে রাখতে চাইছে বিজেপি।’

ত্রিপুরা সরকারকে অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, ত্রিপুরা সরকারের যত ক্ষমতা প্রয়োগ করুক, ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। শেষ রক্ত বিন্দু দিয়ে এই লড়াই চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *