গঙ্গাসাগর মেলা হলেও একগুচ্ছ নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট

গঙ্গাসাগর মেলা হলেও একগুচ্ছ নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট

ব্যুরো রিপোর্ট:  গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটি থেকে বাদ পড়লেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নয়া নজরদারি কমিটিতে দু’জন সদস্য থাকবেন।হাইকোর্ট জানিয়েছে, যাবতীয় শর্ত পালন করা হচ্ছে কিনা, সেদিকে নজর রাখবে সেই কমিটি।

কমিটির চেয়ারপার্সন হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। পাশাপাশি কমিটিতে থাকবেন ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস অথরিটি কমিটির সদস্য।হাইকোর্টের নির্দেশ, দুটি টিকার শংসাপত্র না থাকলে সাগরদ্বীপে প্রবেশ করা যাবে না।

সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে করোনা পরীক্ষা। করতে হবে করোনাভাইরাস পরীক্ষা। সেই রিপোর্ট নেগেটিভ এলে তবেই সাগরদ্বীপে ঢোকার অনুমতি দেওয়া হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে সাগরদ্বীপে প্রবেশের অনুমতি।

মামলাকারীদের তরফে দাবি করা হয়, শুধুমাত্র কপিল মুনি আশ্রমকে নোটিফায়েড এলাকা হিসেবে দেখানো হয়েছে। যদিও হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোটা সাগরদ্বীপকেই নোটিফায়েড এলাকা হিসেবে ঘোষণা করতে হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *