ব্যুরো রিপোর্ট: অক্টোবর মাসে আছড়ে পরতে পারে করোনার তৃতীয় ঢেউ। সেই আশঙ্কায় এবার বড় সিদ্ধান্ত নিল কালীঘাট টেম্পল কমিটি। এবার থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে নিতে হবে করোনা টিকার দুটি ডোজ।
সোমবার রাতে বৈঠকে বসেছিল কালীঘাট মন্দির কমিটির কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা।
সূত্রের খবর, সেখানে মন্দির কমিটির কাছে জানতে চাওয়া হয়, মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কোভিড বিধি মানা হয়েছে কি না। এর জবাবে কয়েকজন সদস্য জানিয়েছেন, গত এক বছরে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, মন্দিরের পুজো সংক্রান্ত কাজে যুক্তদের দ্রুত করোনা টিকা দুটি ডোজ দিতে হবে। পাশাপাশি যাদের দুটি টিকা নেওয়া হয়ে গিয়েছে,
তাঁদেরকেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কোভিড বিধি যাতে লঙ্ঘিত না হয় তার জন্য কড়া নজরদারিও রাখতে বলা হয়েছে।
এই বিষয়ে মন্দির কমিটির সদস্য দীপঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন,’ করোনা সংক্রমণ থেকে মন্দিরে কর্মরত এবং মন্দিরে আগত ভক্তদের জন্য যথেষ্ট সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে।
করোনা সংক্রমনের যে তৃতীয় ঢেউয়ের কথা বলা হচ্ছে, তার জন্য কি কি প্রস্তুতি নিয়েছে তা দেখতেই জেলা বিচারক ও সভাপতি বৈঠকে বসেছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,
এখনই সাধারণ মানুষকে গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পুজো এবং প্রশাসনিক কাজে গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে যারা দুটি টিকা নিয়েছেন তারাই প্রবেশ করতে পারবনে।‘