গোষ্ঠ পালের আজ ১২৫ তম জন্মদিন ময়দানে পালন করা হল

গোষ্ঠ পালের আজ ১২৫ তম জন্মদিন ময়দানে পালন করা হল

ব্যুরো রিপোর্ট:  ক্রীড়াবিদ গোষ্ঠ পালের আজ ১২৫ তম জন্মদিন। এই উপলক্ষে ময়দানে তাঁর জন্মদিন পালন করা হয়। তাঁর মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ মনোজ তিওয়ারি সহ আরো অনেকে।

এদিন অরূপ বিশ্বাস জানান গোষ্ঠ পাল এমন একজন ক্রীড়াবিদ ছিলেন যার জীবন কাহিনী ইতিহাস। তিনি শুধুমাত্র ফুটবলার নয়, ফুটবলের পাশাপাশি ক্রিকেট হকি টেবিল টেনিস খেলায় সমানভাবে পারদর্শি ছিলেন ।

তিনি মোহনবাগান দলের হয়ে দীর্ঘদিন খেলেন। তার পাশাপাশি এক বছর তিনি ইস্টবেঙ্গলের হয়েও খেলেছিলেন। জাতীয় দলের অধিনায়কত্ব পালন করেছিলেন। তাঁর এই জন্মদিবসে তাকর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এদিন এর পাশাপাশি অরূপ বিশ্বাস জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন খেলার জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশন রাজ্যে তৈরি করে দিয়েছেন। তা সে ক্রিকেট ফুটবল টেবিল টেনিস বা সাঁতার যাই হোক না কেন।

মূল লক্ষ্য হলো কলকাতা থেকে উদীয়মান খেলোয়াড়দের তুলে নিয়ে আসা। যারা আগামী দিনে ভারতকে প্রতিনিধিত্ব করবে। তার জন্য রাজ্য সরকার সবরকম ভাবেই সহায়তা করে এবং আগামী দিনেও করবে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস।

সেই সঙ্গে তিনি জানিয়েছেন গোষ্ঠ পালের অবদান সমস্ত মানুষের জানা উচিত। তিনি কত বড় ব্যক্তি ছিলেন তা সবার জানা উচিত। খালি পায়ে কিভাবে ইংরেজদের সাথে খেলেছিলেন তা সবার জানা উচিত।

যা আগামী দিনে সবাইকে উদ্বুদ্ধ করবে ।অন্যদিকে তিনি জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব যা নিয়ে বেশ কিছুদিন ধরে টালবাহানা চলছে তারও সমস্যার সমাধান অতি দ্রুত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত সমস্যার সমাধান করবে এবং করে থাকেন বলেও জানিয়েছেন অরূপ বিশ্বাস ।

এর পাশাপাশি এদিন মনোজ তিওয়ারি তিনি জানান গোষ্ঠ পাল এর অবদান কি এবং যেভাবে এই ক্রীড়াবিদকে মানুষ স্মরণ করে এবং করা উচিত তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন তিনি এবং

রাজ্যের মুখ্যমন্ত্রী উদীয়মান খেলোয়াড় দের নিয়ে যে তৎপর সে বিষয়েও আলোকপাত করেছেন মনোজ তিওয়ারি ।এই দিনে কলকাতার মোহনবাগান ,ইস্টবেঙ্গল, মোহামেডান সমস্ত ক্লাবের তরফ থেকেই বর্তমান এবং প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *