ব্যুরো রিপোর্ট: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷
মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানকেই বলা হয় তর্পণ৷ বাবুঘাট থেকে বাগবাজারের গঙ্গার ঘাট সর্বত্র শুরু হয়ে গিয়েছে মহালয়ার পিতৃ তর্পণ।