আজ বিহারে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, উপমুখ্যমন্ত্রী পদে শপথ তেজস্বীর

আজ বিহারে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, উপমুখ্যমন্ত্রী পদে শপথ তেজস্বীর

ব্যুরো রিপোর্ট:  বিহারে আজ ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার। তাঁর সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তেজস্বী যাদব। গতকালই বিজেপির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে মহাজোটের হাত ধরেছেন নীতীশ।

বিহারে এনডিএ-জেডিইউ জোট সরকারের পতন ঘটিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। এবং মহাজোটের সমর্থন নিয়ে নতুন করে সরকার গড়তে চলেছেন তিনি।ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশেরআজ ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার।

এই নিয়ে অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। এবার তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। গতকালই এনডিএ জোট থেকে বেরিয়ে এসেছেন নীতীশ কুমার।

রাজ্যপালের কাছে গিয়ে এসডিএ জোট সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। সেই সঙ্গে মহাজোটের সমর্থন নিয়ে নতুন করে সরকার গঠনের প্রস্তাবও দিয়ে আসেন তিনি।বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশবিজেপির বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন নীতীশ কুমার।

তিনি অভিযোগ করেছেন বিজেপি কোনও দিনই সম্মান দেয়নি তাঁদের। উল্টে সব সময় ক্ষতি করার চেষ্টা করেছে। যদিও বিহারে বিধানসভা ভোটে জেডিইউ-র আসন সংখ্যা বেশি ছিল না। বিজেপির জোরেই সরকার গড়েছিলেন নীতীশ কুমার।

২ বছর গড়াতে না গড়াতেই সেই সম্পর্কে চিড় ধরতে শুরু করে। নীতী আয়োগের বৈঠকে যোগ না দিয়ে বিজেিপকে সেই বার্তাই দিয়েছিলেন নীতীশ। তারপরেই ফের সোনিয়া গান্ধীকে ফোন করে বিজেপির সঙ্গে বিচ্ছেদের জল্পনা পোক্ত করেন। শেষে মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পাকাপাকি ভাবে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতীশ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *