ব্যুরো রিপোর্ট: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, জানিয়েছে আলিপুর আবহওয়া দপ্তর। আজ রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানায় আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে আগের থেকে বৃষ্টির দাপট কমলেও বৃষ্টির রেশ এখনও রয়েছে। মাঝে-মধ্যেই আকাশ কালো করে নামছে বৃষ্টি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তবে সঙ্গে দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস সুত্রে খবর আবহাওয়ার এই পরিস্থিতির বদল এখনই হবে না। রবিবার দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ।
শহর কলকাতায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার পাশাপাশি রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই দফায়-দফায় বৃষ্টি চলছে।
সেই পরিস্থিতির বদলের আশা এখনই নেই। বরং রবিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া দপ্তর। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।