ব্যুরো রিপোর্ট: ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা ও কর্মী। তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারির পর সেই বিক্ষোভ আরও বেড়েছে।
আর সেখানে তৃণমূলের কার্যকলাপ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, পুরভোটের আগে নেতৃত্বের চোখে পড়ার চেষ্টা চালাচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা।মঙ্গলবার প্রাতর্ভ্রমণে বেড়িয়ে দিলীপ ঘোষ বলেন,
‘ভোট আসছে। কেউ টিকিটের চেষ্টা করছেন তো কেউ পদের। খবরের শিরোনামে আসার চেষ্টা চলছে। পাশাপাশি চলছে নেতাদের চোখে পড়ার চেষ্টা। এখন এ রকম কিছু দিন চলবে।’
এর পাল্টা হিসেবে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, দিলীপবাবুরা লাইমলাইটে থাকার জন্য গোলমাল করতেন। বিজেপির প্রাক্তন রাজ্য
সভাপতি তা নিজেই আগে বলেছিলেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি আরও বলেছেন, গোলমাল করেও লাভ হয়নি দিলীপবাবুদের। তাই এখন আবার প্রচারের আলোয় আসার জন্য এ সব বলছেন তিনি।