ব্যুরো রিপোর্ট: পেগাসাস ইস্যু, ত্রিপুরায় গণতন্ত্র হত্যা, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে তৃণমূল যুব কংগ্রেস।
এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভে বসে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস।
এদিনের অবস্থান-বিক্ষোভ এর নেতৃত্বে ছিলেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অম্বরিশ সরকার। তিনি বলেন,
বাংলা দখলে পেছনের রাস্তা দিয়ে তৃণমূল নেতৃত্বের ফোনে আড়িপাতা এবং ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বের ওপর হামলার প্রতিবাদে এদিন অবস্থান বিক্ষোভ করা হয়।
এদিনের এই অবস্থান-বিক্ষোভ এ উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকী, তৃণমূলের বালুরঘাট টাউন সভাপতি শ্যামল লাহা,
তৃণমূল নেতা বিপ্লব খাঁ তৃণমূলের যুব টাউন সভাপতি প্রীতম রাম মন্ডল, তৃণমূল ছাত্র পরিষদের টাউন সভাপতি অমরনাথ ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।