ব্যুরো রিপোর্ট: ফের বড় ভূমিকম্পের কবলে তুরস্ক-সিরিয়া। সোমবার সেখানে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানা গিয়েছে। এই ভূমিকম্পে বেশ কয়েকজনের মৃত্যু এবং আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
উল্লেখ করা প্রয়োজন দু-সপ্তাহ আগে সেখানে একটি বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পে প্রায় ৪৭ হাজার মানুষের মৃত্যু হয়। লক্ষ বাড়ির ক্ষতি এবং বহু মানুষ আহত হয়েছিলেন সেই ভূমিকম্পে।