ব্যুরো রিপোর্ট: গাড়ির মধ্যে তাঁকে ধর্ষণ করা হয়েছে। উবর চালকের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। এই ঘটনায় অভিযুক্ত উবর চালককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত উবর চালকের বাড়ি অন্ধ্রপ্রদেশে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার মুরুগান। পাশাপাশি তিনি বলেছেন, ‘নির্যাতিতার অভিযোগ অনুসারে আমরা অভিযুক্ত চালককে গ্রেফতার করছি।
তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।‘ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বাড়ি ঝাড়খণ্ডে। কর্মসূত্রে বেশ কয়েক বছর ধরে তিনি বেঙ্গালুরুতে থাকেন তিনি।
অভিযোগ, এইচএসআর লেআউট থেকে মুরুগেশ পাল্যা ফেরার সময় উবরের ভিতরে ওই মহিলার উপর অত্যাচার চালায় উবর চালক।সেই সময় নির্যাতাতিতা চালকের মোবাইল ছিনিয়ে নিয়ে,
সেই ফোন থেকে পুলিশের কাছে অভিযোগ জানান। এই ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।