উবের গ্রীন লঞ্চ করলো উবের

উবের গ্রীন লঞ্চ করলো উবের

রিপোর্ট -দেবারঞ্জন দাস: উবের পরিবেশবান্ধব যাতায়াতে রূপান্তরের গতি বাড়াতে এই শিল্পক্ষেত্রের একগুচ্ছ অগ্রগণ্য কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার কথা আজ ঘোষণা করল। পরিবেশবন্ধুতায় উৎসাহ দিতে উবের দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে উবের গ্রীন চালু করার কথা ঘোষণা করেছে।

উবের গ্রীনে যাত্রীরা সাধারণ ফসিলজাত জ্বালানি চালিত গাড়ির বদলে সম্পূর্ণ বিদ্যুৎচালিত, টেল-পাইপ থেকে নির্গমনহীন গাড়ি চাইতে পারবেন। অর্থাৎ অ্যাপে সামান্য কয়েকটা ট্যাপ করেই পাওয়া যাবে এমন অন ডিম্যান্ড EV অভিজ্ঞতা ভারতে চালু হয়ে গেল।

উবের গ্রীন হল পৃথিবী জুড়ে ১৫টা দেশের ১০০+ শহরে উপস্থিত এমন যাতায়াত ব্যবস্থা যাতে কম নির্গমন হয় বা আদৌ কোনো নির্গমন হয় না।

অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মোবিলিটি অ্যান্ড বিজনেস অপারেশনস অ্যাট উবের বলেন, “ভারতের বিরাট আকার এবং বিদ্যুতায়নের গতির কারণে উবের এই দেশটাকে অগ্রাধিকার দিচ্ছে, যেহেতু আমরা ২০৪০ সালের মধ্যে আমাদের প্ল্যাটফর্মের প্রত্যেকটা রাইডকে বিদ্যুতায়িত করার দায়বদ্ধতা রক্ষা করতে চাইছি।

আজ আমরা উবের গ্রীন লঞ্চ করার পথে এক বড়সড় পদক্ষেপ নিলাম। আমরা জানি যে আমাদের প্রভাব প্রযুক্তির বাইরেও পড়ে। আমরা শহর এবং সরকারগুলোর জলবায়ু পরিবর্তন ও দূষণের বিরুদ্ধে পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যমে লড়াই করার প্রয়াসে সঙ্গী হতে দৃঢ়প্রতিজ্ঞ।”

এই লঞ্চে প্রভজিৎ সিং, প্রেসিডেন্ট, উবের ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বলেন, “সম্পূর্ণ বিদ্যুতায়িত হওয়ার চ্যালেঞ্জটা উবের চেয়ে অনেক বড়। আমরা একা একা এটা করে উঠতে পারব না। এতে সফল হতে গেলে EV-তে রূপান্তরের অর্থনৈতিক দায় চালকদের কাঁধে দিলে চলবে না।

শিল্পক্ষেত্রের অগ্রগণ্য এই পার্টনারশিপগুলোর মাধ্যমে আমরা চালকদের বিদ্যুৎগতিতে চালানোর সুযোগ দেওয়ার এবং ভারতের রাইড শেয়ারিং শিল্পের পরিবেশবান্ধব রূপান্তরের গতি বাড়ানোর প্রতি দায়বদ্ধতা পূরণ করছি।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *