জামিনের ৩০ হাজার জোগাড় করতে না পারায়, জেলেই ঠাই একদা কোটিপতি সুদীপ্তর

জামিনের ৩০ হাজার জোগাড় করতে না পারায়, জেলেই ঠাই একদা কোটিপতি সুদীপ্তর

ব্যুরো রিপোর্ট : এক সময় কোটি কোটি টাকার মালিক ছিলেন জিনি। তার কাছে এখন ৩০ হাজার টাকাও নেই! কথা হচ্ছে সারদা কর্তা সুদীপ্ত সেন কে নিয়ে। সিবিআইয়ের মোট চারটি মামলার মধ্যে তিনটিতে আগেই জামিন পেয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন।

কিন্তু আদালতের শর্ত অনুযায়ী ব্যক্তিগত বন্ডে ৩০ হাজার টাকা জমা করতে না পারায় আপাতত হাজতেই থাকতে হচ্ছে তাকে। একসময় বিভিন্ন কর্মীদের লক্ষ লক্ষ টাকা বেতন দিতেন তিনি।লেনদেন চলত কোটি কোটি টাকার। তার সম্বলে এখন ৩০ হাজার টাকাও নেই।‌ তাই জামিন হলেও ঠাঁই হয়েছে গারদের ওপারে।

সারদাকর্তার আইনজীবী সমীর দাস এই বিষয়ে জানিয়েছেন, ‌আট বছর ধরে জেল খাটছেন সুদীপ্ত সেন। একাধিক মামলাতে জামিনও পেয়েছেন। তার দুই স্ত্রী ও সন্তানরাও চরম আর্থিক অনটনের মধ্যে রয়েছে।

ছেলে-মেয়েরা ছোটখাট কাজ করে সংসার চালানোর চেষ্টা করছেন। এখন ওঁদের ৩০ হাজার টাকা দেওয়ারও সামর্থ্য নেই।

আদালত সূত্রে জানা গেছে, সারদা চিটফাণ্ড মামলায় সিবিআইয়ের দায়ের করা দুটি মামলা আলিপুরের অতিরিক্ত বিচার বিভাগীয় আদালতে বিচারাধীন। একটি মামলা চলছে বিধাননগর আদালতে।

আর তার চতুর্থ মামলা চলছে ব্যাঙ্কশাল মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে। সুদীপ্ত সেনের আইনজীবীর দাবি, প্রথম তিনটি মামলায় তাঁর জামিন হয়েছে। কিন্তু বছর কেটে গেলেও ব্যক্তিগত বন্ডের টাকা আদালতে দিতে পারেননি সুদীপ্ত সেন।

রাজ্য সরকারের অধিকাংশ মামলায় জামিন হয়েছে তার। কিন্তু সে-সব ক্ষেত্রেও জামিনের শর্ত অনুযায়ী বন্ড দিতে পারেননি তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *