লাগামহীন করোনা গ্রাফ, দেশে ওমিক্রনের সংখ্যা বেড়ে ৩৭৭

ব্যুরো রিপোর্ট:  আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। বিশ্বের করোনা গ্রাফ যেন ক্রমশ ভয় ধরাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে জানা গিয়েছে, দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রূপের ৩৭৭ টি নতুন কেস রিপোর্ট করেছে।

যার সামগ্রিক সংখ্যা ৩,০০৭ তে দাঁড়িয়েছে।স্বাস্থ্য মন্ত্রক অনুযায়ী জানা গিয়েছে, ওমিক্রনের আক্রান্ত ১,১৯৯ জন রোগী সুস্থ হয়েছেন। রাজ্যগুলির মধ্যে, মহারাষ্ট্রে সর্বাধিক সংখ্যক ওমিক্রন কেস রেকর্ড, সংখ্যা ৮৭৬, তারপরে দিল্লিতে ৪৬৫,

কর্ণাটকে ৩৩৩, রাজস্থান ২৯১, কেরালা ২৮৪, গুজরাট ২০৪ ও তামিলনাড়ুতে ১২১-এ দাঁড়িয়েছে। মোট ২৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও পর্যন্ত ওমিক্রনের কেস রিপোর্ট করা হয়েছে।এদিকে, ভারত গত ২৪ ঘন্টায় ১,৭৭,১০০ টি নতুন মামলা নথিভুক্ত করেছে,

যা আগের দিনের তুলনায় ২৮.৮ শতাংশ বেশি। মোট শেষবার ভারত দৈনিক মামলায় ১-লক্ষের সীমা অতিক্রম করেছিল ৬ জুন, ২০২১ সালে। গত ২৪ ঘন্টায় দেশে ৩০২ জনের মতো মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট রিপোর্ট করা মৃত্যুর সংখ্যা ৪,৮৩,১৭৮-এ পৌঁছেছে।

মোট কেসের সংখ্যা ৩,৫২,২৬,৩৮৬ এ নিয়ে আসে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সূত্র অনুযায়ী জানা গিয়েছে, একদিনে ভারতে দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন। যা আগের দিনের থেকে প্রায় ২৯ % বেশি।

পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৭.৭৪ শতাংশ। শুধু মুম্বইয়ে আক্রান্ত ২০ হাজারের বেশি। মহারাষ্ট্রজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার। এখনও পর্যন্ত ভারতে মোট নতুন ভ্যারিয়েন্টের সংখ্যা হদিশ মিলেছে ৩ হাজার ৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৯ জন।

যা নিয়ে বাড়ছে ক্রমশ উদ্বেগ।অপরদিকে, কোভিড-১৯ এ একদিনে দেশে প্রাণ হারিয়েছেন ৩০২ জন। গতকালের থেকে এই সংখ্যাটাই সামান্য স্বস্তিপূর্ণ। এখনও পর্যন্ত কোভিড- ১৯ এ ভারতে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জন।

অস্বস্তি বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগী ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন।

যা আগের দিনের থেকে প্রায় ৮৫ হাজার বেশি। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভারতের ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। একদিনে করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৮৩৬ জন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *