ব্যুরো রিপোর্ট: ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে ভবানীপুরে উপনির্বাচন হবে ৩০ শে সেপ্টেম্বর। ফল প্রকাশ হবে ৩ অক্টোবার। তা নিয়ে ইতিমধ্যে ভবানীপুর চত্বর একেবারে সরগরম।
যেদিন কমিশন ঘোষণা করেছে সেদিন থেকেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে ।এদিন সকাল থেকেই ভবানীপুরে নিজের বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন করতে দেখা গেল বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় কে।
সকাল থেকেই তুলি হাতে দেওয়াল লিখন করতে শুরু করে দিয়েছেন তিনি এবং তিনি একেবারেই নিশ্চিন্ত আগামী উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন।
ভবানীপুর থেকে তিনি জানিয়েছেন বিজেপি, কংগ্রেস যারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিপরীতে দারাক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয় যুক্ত হবেন ।
পাশাপাশি তিনি জানিয়েছেন বিজেপি এখনো পর্যন্ত ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেনা কাকে দাঁড় করাবে। তবে ইতিমধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী ছাড়াও তথাগত বসু বা দীনেশ ত্রিবেদী ব্যক্তিদের নাম উঠে আসছে ।
সেক্ষেত্রে শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় এর বিপরীতে দাঁড়াতে পারে। তখনি দেখা যাবে “কত ধানে কত চাল”।
মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল ভোটে জয়যুক্ত হবে সে ব্যাপারে একেবারে একশো শতাংশ নিশ্চিত শোভন দেব চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানিয়েছেন তিনি যখন বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে দাঁড়িয়েছিলেন তিনি যত মার্জিনে জিতেছিলেন,
মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকেও বেশি মার্জিনে জিতবেন । তিনি ও মমতা একইসঙ্গে রাজনীতি শুরু করেছিলেন এবং তিনি দীর্ঘ দিনের তৃণমূলের কর্মী তিনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে হারানো অত সহজ নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান সময়ে দাঁড়িয়ে এক রাজনীতির মুখ। সারা ভারতবর্ষে মানুষ চাইছে তার নেতৃত্বে ভারত বর্ষ চলুক ।তাই ভবানীপুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপরীতেই যেই দারাক না কেন তা নিয়ে কোন মাথা ব্যাথা নেই বলেই স্পষ্ট জানিয়ে দিলেন শোভন দেব চট্টোপাধ্যায়।