দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হল

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হল

রিপোর্ট -রমেশ রায় : আজ আজ ১৬ ই নভেম্বর মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হল আলিপুরের জেলা পরিষদের সদর দপ্তরের নব প্রশাসনিক ভবনের অষ্টম তলায় যেখানে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রধান কার্যালয় ।

প্রেসক্লাব প্রাঙ্গণে এদিনের বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অনিল কুন্ডু সহ-সভাপতি কৃষ্ণেন্দু দত্ত সহ আরো অন্যান্য সদস্য তথা বিভিন্ন পত্র-পত্রিকা ও নিউজ চ্যানেলের সাংবাদিকরা। সাংবাদিকদের মধ্যে কেউ আবৃত্তি কেউ ম্যাজিক কেউ গান প্রদর্শন করেন এবং সবশেষে হয় মিষ্টিমুখ ।

সভাপতি অনিল কুন্ডু বলেন যে এবারে সংক্রমণ অনেকটাই স্থিতিশীল এবারে আরও জোর দিয়ে প্রেসক্লাবকে আরো সমৃদ্ধশালী করতে হবে এবং জেলায় বিভিন্ন ধরনের পরিকল্পনা করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক ।

বিভিন্ন কাজে দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে তার সাথে সাথে আসন্ন গঙ্গাসাগর মেলায় মেডিকেল ক্যাম্প আবার যাতে হয় সেই ব্যাপারে পরিকল্পনা নেয়া হয় আরও বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয় ক্লাব সদস্যদের সে ব্যাপারে অবগত করা হয় এবং আগামী মিটিং-এ ক্লাবের নির্বাচন করা হবে বলেও তিনি জানালেন ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *