ব্যুরো রিপোর্ট: খুব শীঘ্রই বদলে যেতে বসেছে শিয়ালদহ স্টেশন চত্বর। কারণ শিয়ালদহ মেট্রোর কাজ প্রায় শেষের মুখে। মেট্রো রেলওয়ে সূত্রে খবর, স্টেশনের গেট থেকে শুরু করে পার্কিংয়ের জায়গা পর্যন্ত সবটাই সাজানোর কাজ শেষ।
স্টেশন চত্বরের রাস্তারও খোলনলচে বদলে ফেলা হবে। দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। সুতরাং ভোলবদল হচ্ছে শহরের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহর। তৈরি হচ্ছে ঝাঁ চকচকে স্টেশন চত্বর। সূত্রের খবর, আগামী ছয় মাসের মধ্যেই বদলে যাবে গোটা স্টেশন চত্বর।
ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্যতম স্টেশন হতে চলেছে শিয়ালদহ। এই স্টেশন ধরেই অসংখ্য যাত্রী মেট্রো ব্যবহার করবেন।
যেহেতু মেট্রো স্টেশন আর রেলের স্টেশন একেবারেই পাশাপাশি হতে চলেছে তাই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে যাত্রীদের সুবিধায়। রেল সূত্রে আরও জানানো হয়েছে যে, মাটির ১৬.৫ মিটার নীচে থাকছে মেট্রোর লাইন।
শিয়ালদহ স্টেশনের একদিকে ফুলবাগান মেট্রো স্টেশন, অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এই বিষয়ে আইটিডি–সিইএম–এর চিফ অপারেটিং ম্যানেজার রূপক সরকার বলেন, ‘শিয়ালদহ ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেশন হতে চলেছে।
কারণ শহরতলির বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মেট্রো ধরবেন। ভিড় নিয়ন্ত্রণের জন্যে চওড়া জায়গা এবং যথাযথভাবে শিয়ালদহ স্টেশনের উত্তর, মেন এবং দক্ষিণের রেল প্ল্যাটফর্মে পাঠানোর কাজ করেছি। যাতে মানুষের অসুবিধা না হয়।’
রেল সুত্রে জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার জন্যে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি। মেট্রো স্টেশনে ঢোকা ও বেরনোর জন্যে থাকছে একাধিক প্রান্তে সিঁড়ি। মোট ১৮টি এসক্যালেটর রাখা হচ্ছে। মোট টিকিট কাউন্টার থাকছে ২৭টি।
যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। মোট ৩টি প্ল্যাটফর্ম থাকছে। জানা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শিয়ালদহ স্টেশনের জন্যে রেলওয়ে সেফটি কমিশনার পরিদর্শন করে যাবেন। আর পুজোর আগেই যাত্রী চলাচলের জন্যে প্রস্তুত হয়ে যাবে শিয়ালদহ স্টেশন।