জেগে উঠেছে আগ্নেয়গিরি, ভেসে গেল হাওয়াই,মার্কিন মুলুকে জারি সুনামি সতর্কতা

জেগে উঠেছে আগ্নেয়গিরি, ভেসে গেল হাওয়াই,মার্কিন মুলুকে জারি সুনামি সতর্কতা

ব্যুরো রিপোর্ট:  আমেরিকার পশ্চিম উপকূলে জারি হল সুনামি সতর্কতা। জেগে উঠেছে আগ্নেয়গিরি। টোঙ্গা দ্বীপে ভয়াবহ আগ্নেয়গিরি জেগে উঠে অগ্নুৎপাত শুরু করেছে। যার জেরে ভেসে গিয়েছে হাওয়াই দ্বীপ।

তার জেরে মার্কিন মুলুকে ফুসে উঠতে পারে সমুদ্র এমনই সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদ দূরত্বে চলে যেতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকার বািসন্দাদের।জাপানে শনিবার রাতেই ধাক্কা দিয়েছে সুনামি। আগে থেকেই জারি করা হয়েছিল সতর্কতা।

রবিবার ভোটে জাপানের সমুদ্র কূলে আছড়ে পড়ে সুনামি। প্রায় ৩ মিটার দীর্ঘ ছিল সমুদ্রের ঢেউ। টোঙ্গা দ্বীপে আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরু করেছে। তার পরেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দফতর।

জাপানের আবহাওয়া দফতর সূত্রে খবর শনিরার রাত ১২টা নাগাদ প্রায় ৪ ফুট উচ্চতার ঢেউ নিয়ে সুনামি আছড়ে পড়েছিল জাপানের আমানি ওশিমা দ্বীপে। জাপানের হোক্কাইডো দ্বীপেও সুনামি আছড়ে পড়েছে।

সেই সঙ্গে জাপানের দক্ষিন দিকের কোচি প্রদেশে এবং ওকায়ামাতেও সমুদ্রের বিপুল ঢেউ দেখা গিয়েছে। আগে থেকেই সেখানকার বাসিন্দাদের সতর্ক করে উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছিল।আগেয়গিরির লাভা উদগিরণ যত বাড়ছে ততই ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল।

ইতিমধ্যেই ভেসে গিয়েছে হাওয়াই দ্বীপ। বন্যায় বিপর্যস্ত সেখানকার মানুষ। ধীরে ধীরে সমুদ্রের উচ্চতা বাড়তে বাড়তে মার্কিন উপকূলের দিকে এগিয়ে আসছে। সেকারণেই আগে থেকে আমেরিকার দক্ষিণ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

সেখানকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। কয়েক দশক আগে গোটা বিশ্ব প্রথম সুনামির সঙ্গে পরিচিত হয়েছিল। সেবার ভয়াবহ সুনামিতে ভেসে গিয়েছিল একাধিক দেশ। এশিয়া মহাদেশের একাধিক জায়গা অসংখ্য মানুষ মারা গিয়েছিলেন।

তারপর থেকে ভূমিকম্প হলেই সুনামির দিকে বিশেষ নজর দেন আবহাওয়া বিদরা। সুনামি হচ্ছে সমুদ্রে ভূমিকম্প। যার জেরে সমুদ্র ফুলে ফেঁপে ওঠে। আর ১১-১২ ফুট পর্যন্ত উঁচু ঢেউ দেখা দেয়। যার জেরে উপকূলের সবকিছু ভেসে যায়।

হঠাৎ করে সমুদ্র গর্ভের আগ্নেয়গিরি জেগে ওঠায় অশনি সংকেত দেখছেন ভূবিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে। এত বড় সমুদ্রগর্ভের আগ্নেয়গিরি আগে কখনও দেখা যায়নি। ইতিমধ্যেই সিডনি যুদ্ধকালীন তৎপরতায় উপকূলবর্তী এলাকা খািল করার কাজ শুরু করে দিয়েছে।

যেখানে আগ্নেয়গিরি জেগে উঠেছে তার কিছু দূরেই রয়েছে আলাস্কা। তাই আগে থেকে তার উপর নজর রেখেছেন বিজ্ঞানীরা। এর আগে কখনও এমন ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা ঘটেনি। জাপানে সুনামিতে এখনও হতাহতের কোনও খবর মেলেনি। কারণ আগে থেকেই সেই সব এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *