ব্যুরো রিপোর্ট: বৃষ্টি কমতেই রাতের আবহাওয়ার পরিবর্তন। সামান্য নেমেছে রাতের তাপমাত্রা। যদিও রাজ্য থেকে বর্ষা বিদায় এখনও বাকি রয়েছে। আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে রাজ্যে প্রাক-শীতের পর্ব শুরু হয়ে গিয়েছে।
কালীপুজোর কত আগে রাজ্যে শীতের আমেজ আসে এখন তারই অপেক্ষা।আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আপাতত ভারী বৃষ্টি থেকে রেহাই উত্তরবঙ্গের।
আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে আবহাওয়া আরও উন্নত হবে। আবহাওয়া দফতর জানিয়েছে হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি চলতে থাকবে।
আগামী দু থেকে তিন দিনের রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ২৩ অক্টোবর শনিবার সকালের মধ্যে কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। আগামী দু থেকে তিন দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৫.৩)
বালুরঘাট (২৫.৮)
বাঁকুড়া (২৩.৭)
ব্যারাকপুর (২৬)
বহরমপুর (২২.৪)
বর্ধমান (২২.৬ )
ক্যানিং (২৩.৬)
কোচবিহার (২৩.১)
দার্জিলিং (১২.৪)
দিঘা (২৪.৩)
কলকাতা (২৪.৮)
মালদহ (২৫.৬)
পানাগড়
পুরুলিয়া (২৪.১)
শিলিগুড়ি (২০.৮)
শ্রীনিকেতন (২৫.৪)
৬ অক্টোবর থেকে দেশে বর্ষা বিদায় শুরু হয়। কিন্তু তারই মধ্যে এসে পরে একের পর এক নিম্নচাপ। যার জেরে দক্ষিণে কেরল থেকে উত্তরে উত্তরাখণ্ড এবং পূর্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হয়। এখনও তার রেশ না কাটলেও আবহাওয়া দফতর জানাচ্ছে ২৬ অক্টোবর সারা দেশ থেকেই এবারের মতো বর্ষা বিদায় নেবে।
দক্ষিণ-পশ্চিম বাতাসের জোর কমে এবার উত্তর-পূর্বের বাতাসের জোর বাড়বে। তবে দক্ষিণ ভারতে একইসঙ্গে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে। পাশাপাশি দেশের উত্তরের পাহাড়ি রাজ্যগুলিতে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।