ব্যুরো রিপোর্ট: গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসী। গরম থেকে বাঁচতে অনেকেই ব্যাগ গুছিয়ে হাজির হয়েছেন পাহাড়ে। কিন্তু সেখানেও রেহাই নেই। ব্যাগ ভর্তি সোয়েটার ব্যাগেই ভরে রাখতে হচ্ছে। বিন্দু বিন্দু ঘাম নিয়েই ম্যালে ঘুরতে হচ্ছে পর্যটকদের।
উল্টে অনেকেই ছাতা কিনে ছাতা মাথায় দিয়ে বসছেন ম্যালে।এপ্রিল মাসে শীত থেকেই যায় দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াংয়ে। রীতিমত সোয়েটার চাদর চাপিয়ে রাস্তায় বেরোতে হয় সেখানে।
কিন্তু এবার যেন সব উল্টো পথে চলছে। এপ্রিলের প্রথমেও যেখানে বরফ পড়েছে সান্দাকফুতে সেখানে এপ্রিলের ১৫ তারিখে তাপমাত্রা স্বাভাবিকের উপরে চলে গিয়েছে।