ব্যুরো রিপোর্ট: শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংকে বাদ দিলে,
সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে দিলের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ অক্টোবর সোমবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আগামী ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
আর পরবর্তী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে।
কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আসানসোল ২৩.৩
বালুরঘাট ২৬
বাঁকুড়া ২৪.৭
ব্যারাকপুর ২৬.৪
বহরমপুর
বর্ধমান ২৪.২
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৫.৬
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৫.৮
কলকাতা ২৭.৫
মালদহ ২৭.১
পানাগড় ২৫.৪
পুরুলিয়া ২২.৭
শিলিগুড়ি ২৫.২
শ্রীনিকেতন ২৫.২
বিভিন্ন রাজ্য থেকে বর্ষা বিদায় চলছে। বর্ষা বিদায়ের রেখায় রয়েছে দ্বারকা, মেহসানা, উদয়পুর, কোটা, গোয়ালিয়র, হারদৈ। এছাড়াও গুজরাত, মধ্যপ্রদেশ,
উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় থেকে আগামী দুদিনে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
এর প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। যা আরও সক্রিয় হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ওড়িশার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর অংশের উপকূলে আছড়ে পড়তে চলেছে।