ব্যুরো রিপোর্ট: ভ্যাপসা গরম যেমন ছিল আজ তেমনই থাকবে বাংলার বিভিন্ন অংশে। এদিকে,গণেশ চতু্র্থীতে পুজোর দিনে আজ বাংলার বিভিন্ন অংশে একাধিক আয়োজনে ব্যস্ত অনেকেই। তারই মাঝে ভাদ্র মাসের ঝাঁঝালো রোদ আর মেঘের গরম থেকে রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী।
তবে এই সপ্তাহের শেষে খানিকটা স্বস্তি পেতে পারেন তাঁরা। এমনই আভাস দিয়েছেন আবহবিদরা । একনজরে দেখে নেওয়া যাক, বাংলায় আজ আবহাওয়ার গতিবিধি কোনদিকে।উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এদিন বজ্রগর্ভ মেঘ থেকে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী শুক্রবার ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এক্ষেত্রে ২ থেকে ৩ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা ক্ষীণ। শুক্র ও শনিবার সেভাবে উত্তরের কোনও জেলাতেই বৃষ্টির দাপট দেখা যাবে না বলে জানা যাচ্ছে।
তবে বাতাসে থাকবে জলীয় বাষ্পের দাপট। ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে থাকবে।গণেশ চতুর্থীর দিন দক্ষণবঙ্গের জেলাগুলিতে সেভাবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে জেলাগুলির ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে, ফের একবার সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। শনিবার, নিম্নচাপ তৈরির পর্বল সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলের দিকে, ক্রমশ সরবে নিম্নচাপটি।
এদিকে , আগে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে মধ্যপ্রদেশ ও রাজস্থানে অবস্থান করছে। এদিকে আবহাওয়ার রিপোর্ট বলছে, মৌসুমী অক্ষরেখা সেই নিম্নচাপের থেকে ডালটনগঞ্জ দিঘা হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে।