আবহাওয়ার খবর: ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের ওয়েদার রিপোর্ট একনজরে

আবহাওয়ার খবর: ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের ওয়েদার রিপোর্ট একনজরে

ব্যুরো রিপোর্ট:  গত কয়েকদিনে কার্যত দক্ষিণবঙ্গের মানুষ ভ্যাপসা গরমের সঙ্গে প্রবল লড়াই করেছেন। বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গ থেকে সরে যেতেই কার্যত পুজোর আগে ভাদ্রের দাবদাহে দক্ষিণবঙ্গ বিপর্যস্ত হয়ে পড়ে। তবে এরপর পের একবার নয়া ঘূর্ণাবর্ত আকাশে চোখ রাঙাতে শুরু করে দিয়েছে।

এদিকে, আইএমডি জানান দিয়েছে যে দক্ষিণা বাতাসে ভর করে আগামী কয়েকদিন ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে ভারতের বিভিন্ন রাজ্যে। একনজরে দেখে নেওয়া যাক দেশ ও রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি।

জানা গিয়েছে, নয়া ঘূর্ণাবর্তের সঞ্চার হতেই আগামীকাল থেকে দক্ষিণ বঙ্গে ফের একবার বৃষ্টির দাপট বাড়তে শুরু করে দেবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে প্রবলহারে বর্ষণ হতে পারে।

তবে আগামীকাল ও পরশু পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন জায়গায় গরমের প্রভাব থাকবে। তবে তা আর্দ্রতা জনিত সমস্যা বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বহু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে, ২৫ অগাস্ট বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বলা হচ্ছে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃহস্পতিবার সকালের মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হালকা বর্ষণ হতে পারে মালদহতে।

বর্তমানে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। এর সঙ্গেই শোনা যাচ্ছে যে শুক্রবার থেকে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে।

এদিকে, তামিলনাড়ুর দিকে যে ঘূর্ণাবর্তের সঞ্চার হয়েছে, তাতে করে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এদিকে, মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর থেকেসরে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকাগুলিতে পূর্বের দিকে অবস্থান করছে। এরফলেও আবহাওয়ার খানিকটা পরিবর্তন হবে।

আইএমডি সূত্রে জানানো হয়েছে , দক্ষিণা বাতাসে ভর করে ২৫ অগাস্ট থেকে ২৬ অগাস্টের মধ্যে একাধিক রাজ্যে প্রবল বর্ষণ হতে পারে। এদিকে ২৭ অগাস্টের আশপাশে, পশ্চিমবঙ্গ, সিকিম, মেঘালয়, অসম,

তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, কেরল, পুদুচেরিতে প্রবল বর্ষণ হতে পারে। আগামী তিনদিন বেশ কয়েকটি জায়গায় দমকা হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আসানসোল ৩৬.৪

বালুরঘাট ৩২.৮

ব্যারাকপর ৩৩.৬

বহরমপুর ৩৫.০

বর্ধমান ৩৫.০

ক্যানিং ৩৩.৪

কোচবিহার ৩২.৭

দার্জিলিং ২১.০

হলদিয়া ৩৪.৪

জলপাইগুড়ি ৩২.২

কালিম্পং ২৩.০

কৃষ্ণনগর ৩৬.২

পুরুলিয়া ৩৪.৭

শ্রীনিকেতন ৩৫.৬

এদিকে আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় এদিন আংশিক মেঘলা থাকবে আকাশ। একই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৮ ডিগ্রি রয়েছে তাপমাত্রা। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশ থাকবে আজকের তাপমাত্রা।

এদিকে গতকাল থেকে বাতাসে আর্দ্রতার পরিমাণ পিরবলভাবে বাড়তে থাকে। আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশের মধ্যে থাকতে চলেছে বলে জানা গিয়েছে। এদিকে,

উত্তর পূর্ব ভারতে শুক্রবার পর্যন্ত চলবে বর্ষণ। শুক্রবার বর্ষণ হবে বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে। এদিকে, আগামী কয়েকদিন তামিলনাড়ু উপকূলে প্রবল বর্ষণ হতে পারে বেল জানানো হয়েছে।

মূলত, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি নয়া ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বলে খবর। এর জেরে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে।

অগাস্টের ২৭ তারিখ বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। অসম ও মেঘালয়ে ২৪ ও ২৫ অগাস্ট প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। অগাস্ট মাসের ২৩, ২৬, ২৭ তারিখে কেরল,তামিলনাড়ু, পুদুচেরির মাহেতে রীতিমতো বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আগামী ৫ দিনে মধ্য ও পশ্চিম ভারতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। জানা যায়, মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, পানিপথ, মেরঠ, গোরক্ষপুর হয়ে পূর্ব উত্তর-পূর্ব দিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন হয়েছে।

আবহাওয়ার পূর্বাবাভাসে জানা যাচ্ছে,২৭ অগাস্ট নাগাদ পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে।এর ফলে ২৭ অগাস্ট থেকে মৌসুমী অক্ষরেখার পূর্ব দিকের অংশ দক্ষিণ দিকে সরতে শুরু করবে।

২৫ অগাস্ট পর্যন্ত বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারতের দিকে শক্তিশালী দক্ষিণা বাতাস ধেয়ে যাবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *