ব্যুরো রিপোর্ট: সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অনেকটাই পরিষ্কার। অস্বস্তির আবহাওয়াও তেমনটা নেই। তবে এদিন সকালে বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া,
পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আর শনিবার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পুরো উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির আপাতত তেমন কোনও পূর্বাভাস নেই।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ অক্টোবর শনিবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।
বৃহ্স্পতিবার সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আসানসোল ২২.৯
বালুরঘাট ২৬.৬
বাঁকুড়া ২৩.৩
ব্যারাকপুর ২৫
বহরমপুর ২৪.২
বর্ধমান ২৩.৮
ক্যানিং ২৬
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৫
দিঘা ২৪.৮
কলকাতা ২৫.৪
মালদহ ২৬.২
পানাগড় ২১.১
পুরুলিয়া ২৩.১
শিলিগুড়ি ২৪.৬
শ্রীনিকেতন ২৪.২
একদিকে যেমন নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে সরে গিয়ে ঝাড়খণ্ডের ওপরে চলে গিয়েছে, অন্যদিকে সৌরাষ্ট্র এবং সংলগ্ন এলাকায় একটি সুষ্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যা আগামী সময়ে নিম্নচাপে পরিণত হতে পারে উত্তর-পূর্ব আরবসাগর এবং সন্নিহিত এলাকায়।
যে কাণে এদিন সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় ছাড়াও এদিন ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং বিহারের বেশ কিছু জায়গায়। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ছত্তিশগড় এবং ওড়িশায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।