ব্যুরো রিপোর্ট: সাধারণত পুজোর বাজার ঘিরে যখন বাঙালির উত্তেজনা তুঙ্গে থাকে, তথন প্রতিবারই প্রায় ভাদ্রের প্রবল বর্ষণ দেখা দেয়। গড়িয়াহাটের রাস্তা জুড়ে পুজোর কানাকাটার সময় পেরিয়ে যেতে হয় বহু কাদা!
এই ছবি করোনা কালের আগে প্রতিবারই দেখেছে কলকাতা। তবে করোনা পরিস্থিতিতে সেই ভিড় নেই। তবে আবহাওয়ার গতির ট্রেন্ড কার্যত এক! আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাংলায় আপাতত রবিবার থেকে প্রবল বর্ষণ শুরু হওয়ার কথা রয়েছে।
একনজরে দেখা যাক, আবহাওয়ার গতিবিধি কেমন।উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাব সেভাবে না পড়লেও, বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা থেকে যাচ্ছে। সোমবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বরের মধ্যে সেভাবে উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
তবে উত্তরের বহু জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যায়। এই বর্ষণের ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানা যাচ্ছে।গত কয়েকদিনে প্রবল বর্ষণের সঙ্গে ভ্যাপসা গরম পাল্লা দিয়ে এগিয়েছে।
আর্দ্রতাজনিত হাসফাঁসানিতে অস্বস্তিতে পড়েছিল দক্ষিণবঙ্গ। এদিকে, রবিবার থেকে বঙ্গোপসাগরে এক নয়া নিম্নচাপের কারণে প্রবল বর্ষণ শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর রবিবার সকালে সেভাবে বর্ষণচিত্র দক্ষিণবঙ্গে দেখা না গেলেও, তার পরবর্তী ৪৮ ঘণ্টায় ঝেঁপে বৃষ্টির তোড় দেখবে দক্ষিণবঙ্গ।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় রয়েছে প্রবল বর্ষণের শঙ্কা। এদিকে, সোমবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর সকালের দিকে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,
ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়ায় ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়। এরপর ১৪ সেপ্টেম্বর ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্বা মেদিনীপুরের কিছু অংশ। এরপর তাপমাত্রা খানিকটা পরিবর্তিত হবে। আশ্বিনের আগে, ভাদ্রের শেষ লগ্নে নামতে পারে তাপমাত্রা।
তাও হেরফের হতে পারে তা ২ থেকে ৩ ডিগ্রি।গত কয়েকদিনে কলকাতায় ব্যাপক হারে বর্ষণ না হলেও, বিক্ষিপ্তভাবে বর্ষণ দেখা গিয়েছে কিছু জায়গায়। আপাতত কলকাতা ও তার আশপাশের জায়গায় আকাশ মেঘলা থাকবে।
দু এক পশলা বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকবে ৩২.২ ডিগ্রি থেকে ২৬.৭ ডিগ্রির আশপাশে।এদিকে, দিল্লিত অবিরত বারিধারা বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। এদিকে, দিল্লি এনসিআর ও রাজস্থান ,
পাঞ্জাবেও প্রবল বর্ষণ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে আবহাওয়ার বিশেষ প্রক্রিয়া বঙ্গোপসাগর ও পূর্ব রাজস্থানের আকাশে তৈরি হবে। ফলে সেপ্টেম্বরের ১৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত দিল্লি নতুন করে বর্ষণের সম্ভাবনা রয়েছে।