ব্যুরো রিপোর্ট: আবহাওয়ার খবর অনুযায়ী, ২২ অগাস্ট থেকে ফের বাড়তে পারে বৃষ্টির তেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিহারের ওপরে ভ্রুকূটি দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্তের। যার ফলে সংলগ্ন বেশকিছু রাজ্যে বর্ষণের পরিমাণ বাড়তে পারে।
যার ফলে ভ্যাপসা গরমের হাত থেকে বাংলার বেশ কয়েকটি জেলা রক্ষা পেতে পারে। বজ্রবিদ্য়ুৎ সহ বর্ষণ হতে পারে বাংলার বিভিন্ন জেলায়। একনজরে দেখা যাক বাংলা আবহাওয়ার রিপোর্ট।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এ অতিভারী বর্ষণের সম্ভাবনা প্রবল। ২০ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বহু এলাকায়।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার বিভিন্ন অংশে ভারী বর্ষণ হতে পারে সপ্তাহান্ত শুরুর আগেই। সেখানে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং , জলপাইগুড়িতে।
মালদহে হতে পারে হালকা বর্ষণ। এদিকে শুক্রবারের পর শনিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে হালকা বর্ষণ হতে পারে। তবে বর্ষণের ফলে উত্তরবঙ্গের তাপমাত্রায় কোনও হেরফের হবে না।
দক্ষিণবঙ্গেও আপাতত ইলিশের মরশুমে সপ্তাহান্তে বেশ জাঁকিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে।
বাকি জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে, শুক্রবার রাত পার হতেই সপ্তাহান্ত শুরু হবে কলকাতায়। শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সেভাব নেই বলে জানা গিয়েছে।
এদিকে, দক্ষিণ বিহারে যেমন নিম্ন ট্রপোস্পরিক লেভেলে একটি ঘূর্ণাবর্তের সঞ্চার হয়েছে, তেমনই আবার বঙ্গোপসাগরের বুকে দক্ষিণী হাওয়ার প্রভাব শুরু হয়েছে।
যে হাওয়া উত্তর পূর্ব দিকে বয়ে যেতে শুরু করছে। এদিকে জানা গিয়েছে বিহারের মাথায় প্রবল ঘূর্ণাবর্তের সঞ্চার হওয়ায় আগামী তিন দিন বিহার সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী হিমালয়ের পাদদেশ সংলগ্ন সিকিম ,পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণ হতে পারে।
তবে ১৯ অগাস্ট থেকে বৃষ্টির যে তেজ নিয়ে বর্ষণ শুরু হয়েছিল, তা বর্তমানে কমের দিকে। পরবর্তী সময়ে ২২ অগাস্ট থেকে বাংলার বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে গত বেশ কয়েকদিনে রাজস্থান থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সেভাবে বর্ষণ হয়নি। তবে ১৯ অগাস্ট থেকে বৃষ্টির তেজ বেড়েছে উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তে। হিমাচল প্রদেশ , উত্তরপ্রদেশ, রাজস্থান,
পশ্চিম উত্তরপ্রদেশে ২০ থেে ২৩ অগাস্টের মধ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়াও মধ্যভারতেরও বর্ষণের মাত্রা বাড়তে পারে। গুজরাত, কঙ্কণ এলাকা, গোয়া , মহারাষ্ট্রে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়ার রিপোর্ট জানান দিচ্ছে, সকাল থেকেই এদিন শহরের আকাশের মুখ ভার থাকবে। আকাশে মূলত মেঘের সঞ্চারই থেকে যেতে পারে আজকের গোটা দিনে।
তবে তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি থকে ৩০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে থাকবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে শহর জুড়ে।